দীর্ঘ নয়টি মাসের প্রসব যাতনা মা তোমার

দীর্ঘ নয়টি মাসের প্রসব যাতনার পর জন্ম নিল আমার মা!
জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি
আমার সোনার বাংলা, ওমা আমি তোমায় ভালোবাসি
শব্দভেদি মৃগের র্গজনে সেদিন স্বাধীনতা এসেছিল
কুকড়ানো দেহ নিয়ে মা পড়েছিল আতুর ঘরে
কপালে তাাঁর জ্বলজ্বলে লাল তিলক
শরীর জুড়ে যুদ্ধের স্নারক চিহ্ন
পায়ের নিচে শত্রু মাড়িয়ে,
অসংখ্য স্বজন হারানো মিশ্রীত চিৎকার ভেদ করে
হুংকার হানে নবজাতক
আমার সনিতে, আমার সত্তায়, আমার বাংলাদেশ
তুমি বিস্ত্রীত লগ্ন মাধুরী, জ্বলে ভেজায় কবিতা
আছে নিভৃতে , নিরবে
বিজয় নিশান রবে হাজার কন্ঠের প্রতিবাদ , প্রতিধ্বনি ও জাগরণে
লাখো কন্ঠের বাংলার জয়ধ্বনি বেজে চলুক অবিরাম
বিজয় সবার , বিজয় বাংলার , বিজয় সত্যের
এই পতাকা ছড়িয়ে পডুক সব খানে
এ বিজয় গর্জে উঠুক সব প্রানে
বিজয়ের আনন্দে মেতে উঠি সর্বখন
মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে উঠ বাংলাদেশ!

No comments

You must be logged in to post a comment.
thomas davisthomas davis